ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

খেলা

এশিয়া কাপে রুবেলের রৌপ্য জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এশিয়া কাপে রুবেলের রৌপ্য জয়

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ৩-এ বাংলাদেশ আজ একটি রৌপ্য অর্জন করেছে। রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৪-৬ সেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে কাজাখস্তানের আব্দুলিন ইলফাতের নিকট পরাজিত হন।

গতকাল বাংলাদেশ তিনটি ব্রোঞ্জ পেয়েছিল। এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রাপ্তি চার পদক। রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ৪-৬ সেটে হেরে যান কাজাখস্তানের আব্দুলিন ইলফাতের কাছে।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো: সাগর ইসলাম ও মো. মিশাদ প্রধান) ব্রোঞ্জ পদকের ম্যাচে ২-৬ সেটে কাজাখস্তানের নিকট পরাজিত হয়।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও ফামিদা সুলতানা নিশা) ব্রোঞ্জ পদকের ম্যাচে ৩-৫ সেটে উজবেকিস্তানের নিকট পরাজিত হয়।

বাংলাদেশ দল সোমবার সন্ধ্যায় দেশে ফিরবে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২

এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।