ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অ-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অ-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’ এর ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে শেষ হাসি স্বাগতিকদেরই।   সোমবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ৩-২ সেটে কিরগিজস্তানকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়।

 

মাঝখানে একবার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত স্বাগতিকদের জয়ে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। গ্যালারিতে উপস্থিত দর্শকরা মাতেন আনন্দে। প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ২৫-১৫ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫-২২ পয়েন্টে টানা দুই সেট হারে স্বাগতিকরা। তবে চতুর্থ সেটেই ঘুড়ে দাঁড়িয়ে ২৫-১৯ পয়েন্টে জিতে বাংলাদেশ। আর পঞ্চম ও শেষ সেট ১৮-১৬ পয়েন্টে জিতে শিরোপা নিজেদের করে নেয় স্বাগতিকরা।   এর আগে তৃতীয়-স্থান নির্ধারণী ম্যাচ নেপালের বিপক্ষে নেপালকে হারিয়ে তৃতীয় হয় শ্রীলংকা।  

ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেখ ইসমাইল হোসেন। সেরা সেটার আল আমিন, সেরা লিবারু মো. শাওন আলী (বাংলাদেশ), টুর্নামেন্ট সেরা জিয়ানবেক উলু (কিরগিজস্তান)। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সেনাপ্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।  টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দুই দল নেপাল ও শ্রীলংকা।  

প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠান আয়োজন খুবই কঠিন। তা করে দেখিয়েছে ভলিবল ফেডারেশন। এ জন্য তাদেরকে ধন্যবাদ। গৌরবের বিজয়ের মাস। এ মাসে শিরোপা জেতায় ধ্যনবাদ জানাই খেলোয়াড়দের। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন। সেই সঙ্গে খেলাধুলাকেও সমান গুরুত্ব দিয়েছেন। এ জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। ’

তিনি যোগ করেন, ‘ফাইনালের দুটি দলই অসাধারন খেলেছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশকে। ’

ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুন সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।