ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

খেলা

‘ভলিবলকে এগিয়ে নিতে বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
‘ভলিবলকে এগিয়ে নিতে বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম হবে’

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ভলিবলকে এগিয়ে নিতে বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। আমরা ইতোমধ্যে আলাপ-আলোচনা করেছি।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ ম্যানস ভলিবল চ্যালেঞ্জ কাপ ২০২২ এর ফাইনাল অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার দেওয়া ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কিরগিজদের ৩-২ সেটে হারিয়ে বিজয়ের পতাকা উড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হলো।

বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, আমাদের সৌভাগ্য একজন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী আছেন। এসএ গেমসে বাংলাদেশ ভালো করবে এ লক্ষ্য নিয়ে আমরা কর্মপরিকল্পনা ঠিক করেছি। প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণ আরও বাড়িয়ে দেওয়া হবে। বিশ্বমানের ট্রেনিং দরকার। আমরা এগুলো নিয়ে কাজ করছি।

মেয়র বলেন, বিজয়ের মাসে আমাদের সোনার ছেলেরা শক্তিশালী কিরগিজস্তানকে হারিয়ে আরেক বিজয় অর্জন করেছে। উড়ন্ত বলের দূরন্ত খেলা ভলিবল। গ্রাম বাংলার খেলা ভলিবল। মাদকমুক্ত দেশ গড়তে গেলে খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অংশ নিতে হবে। ভলিবলের যাত্রা অব্যাহত থাকবে। ভলিবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারে আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ও ওম্যানস আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ শুরু হতে যাচ্ছে। আমাদের পর্যটন অনেক জনপ্রিয়। বিচে খেলা আয়োজনের মাধ্যমে আরও এগিয়ে যাবে আমাদের পর্যটন খাত ও ভলিবল। অলিম্পিক বাছাইয়ের খেলাও বাংলাদেশে আয়োজনের প্রস্তুতি চলছে। বিভিন্ন দেশ বাংলাদেশে এসে খেলবে।

আতিকুল ইসলাম বলেন, বয়সভিত্তিক অনুর্ধ্ব ১৯, ২৩ এগুলো আয়োজনের মাধ্যমে ধারাবাহিক উন্নতি ধরে রাখবো। ভলিবল এখন অনেক মর্ডান খেলা। আগে শুধু গ্রামে হলেও বিশ্বব্যাপী এটি এখন অনেক মর্ডান ও জনপ্রিয় খেলা। শেখ কামাল যুব গেমস শুরু হচ্ছে। সেখান থেকেও আমরা কিছু প্লেয়ার পেয়ে যাবো।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট আয়োজন অনেক কঠিন কাজ। সফলভাবে টুর্নামেন্ট আয়োজন হয়েছে। বিজয়ের মাসে এটি অনেক বড় সফলতা। বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বাংলাদেশ ক্রীড়াঙ্গনেও অনেক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে ভলিবল খেলা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো খেলছে।  

অনুষ্ঠানে আরও ছিলেন- সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. লতিফ, ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউনুস প্রমুখ।  

বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও কিরগিজস্তান এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। জমকালো আয়োজনে ২২ ডিসেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্ট শেষ হয় ২৬ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।