ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

খেলা

অলিম্পিক বিচ ভলিবলের বাছাইপর্বের খেলাও কক্সবাজারে: আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
অলিম্পিক বিচ ভলিবলের বাছাইপর্বের খেলাও কক্সবাজারে: আতিক

ঢাকা: কক্সবাজারে আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের ফলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। অলিম্পিক বিচ ভলিবলের বাছাইপর্বের খেলাও কক্সবাজার বিচে হবে এটি চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

 

বৃহস্পতিবার বিকেলে পর্যটন নগরী কক্সবাজারের ডলফিন বিচে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন উইমেনস ইন্টারন্যাশনাল বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফাইনালে নেপালকে ৩-০ সেটে হারিয়ে শ্রীলঙ্কা নারী দল চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, হারিয়ে যাওয়া ভলিবল এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেকটা সুদৃঢ়। বাংলাদেশ ভলিবল দল ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে।

মেয়র বলেন, বয়সভিত্তিক অনুর্ধ্ব ১৯, ২৩ এগুলো আয়োজনের মাধ্যমে ধারাবাহিক উন্নতি ধরে রাখবো। ভলিবল এখন অনেক মর্ডান খেলা। আগে শুধু গ্রামে হলেও বিশ্বব্যাপী এটি এখন অনেক আধুনিক ও জনপ্রিয় খেলা। আমাদের খেলোয়াড়দের দেশে ও বিদেশে বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অলিম্পিক বাছাইয়ে স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ খেলবে এটি একটি বড় সুযোগ। এটি কাজে লাগাতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

অনুষ্ঠানে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. লতিফ বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত বিচ ভলিবল খেলার জন্য খুবই উপযোগী। এখানে আবহাওয়া ও পরিবেশ অন্য দেশের বিচের তুলনায় অনেক ভালো। এই টুর্নামেন্টের সফল আয়োজন ও দীর্ঘ উপযোগী বিচ থাকায় অলিম্পিক বাছাইয়ের খেলা আয়োজনের জন্য কক্সবাজারকে নির্বাচন করা হয়েছে।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান এবং ভলিবল ফেডারেশনের কর্মকর্তারা।

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে ৪টি দেশের নারী দল অংশ নিয়েছেন। ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ২৯ ডিসেম্বর সম্পন্ন হয়।  


বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।