ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

খেলা

স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের (আইএবি) সদ্য সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন।

গতকাল মধ্যরাতে রাজধানীর এক হাসপাতালে স্থপতি মোবাশ্বের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশিষ্ট এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ক্রীড়াঙ্গনের অনেক সংস্থা ও ব্যক্তিত্ব তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।  

স্থপতি মোবাশ্বের দেশের শীর্ষ ক্লাব ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ছিলেন। ক্লাবের পাশাপাশি জাতীয় ক্রীড়া ফেডারেশনেও ছিল পদচারণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকও ছিলেন মোবাশ্বের।  

ক্রীড়া সংগঠকদের বিশেষ সংগঠন সম্মিলিত ক্রীড়া পরিবার। এই সংগঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন স্থপতি মোবাশ্বের। তিনি সম্মিলিত ক্রীড়া পরিবারের আহ্বায়ক ছিলেন।

গত এক দশকের বেশি সময় অবশ্য তিনি সক্রিয়ভাবে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত ছিলেন না। এরপরও ক্রীড়াঙ্গনের ত্রুটি-বিচ্যুতিতে কথা বলতেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের পরিবর্তন, ফুটবল ফেডারেশনের সাফল্য-ব্যর্থতাসহ নানা বিষয়ে তিনি সরব ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।