ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ড পেরোলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ড পেরোলেন জোকোভিচ

গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল পারলেন না। তবে দ্বিতীয় রাউন্ডে ঠিকই জয় নিয়ে পরবর্তী পর্বে কোয়ালিফাই করলেন নোভাক জোকোভিচ।

স্পেনের রবের্ত কারবাল্লে বায়েনাকে হারিয়েছেন সার্বিয়ান এই টেনিস তারকা।

গত বছর করোনা ভাইরাসের টিকা না নেওয়ার কারণে অস্ট্রেলিয়ান ওপেনে নিষিদ্ধ ছিলেন জোকোভিচ। কিন্তু এই আসরে সুযোগ পেয়েই আলো ছড়াচ্ছেন তিনি। রড লেভার অ্যারেনাতে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে রবের্ত কারবাল্লেকে ৬-৩, ৬-৪, ৬-০ সেটে হারিয়েছেন ৩৫ বছর বয়সী এই টেনিস তারকা।

এর আগে জোকোভিচের প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল মেলবোর্ন পার্কে আমেরিকার বাছাই ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে হেরে বিদায় নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।