ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

ইনজুরিকে পাশ কাটিয়ে আলকারাসকে হারালেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
ইনজুরিকে পাশ কাটিয়ে আলকারাসকে হারালেন জোকোভিচ

নোভাক জোকোভিচের বয়স ৩৭ পেরিয়ে গেছে। এই বয়সে ফিটনেস ধরে রাখা বেশ কঠিন।

কিন্তু জয়ের ক্ষুধা কমেনি তার। আজ তৃতীয় সেটের শেষ গেম জেতার সময় হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ভারসাম্য হারালেও দমে যাননি এই সার্বিয়ান কিংবদন্তি। ওই সেটসহ পরেরটি জিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালেও উঠেছেন জোকোভিচ।

প্রথম সেটে অবশ্য হেরে গিয়েছিলেন 'জোকার'। কিন্তু দুর্দান্তভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে কার্লোস আলকারাসকে হারান সার্বিয়ান তারকা।  
এ নিয়ে টুর্নামেন্টে ১২ বারের মতো সেমিফাইনালে উঠলেন তিনি।  

অস্ট্রেলিয়ান ওপেনে সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচকে রড লেভার অ্যারেনায় কঠিন এক চ্যালেঞ্জই জানান আলকারাস। যে কারণে হয়েছে ৩ ঘণ্টা ৩৭ মিনিটের দীর্ঘ লড়াই।  

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শুরুটা দারুণ করেছিলেন আলকারাস। প্রথম সেটে ৬-৪ গেমে জিতে। তবে সময় যত দীর্ঘ হচ্ছিল ততই জোকোভিচ তার আসল রূপ দেখাচ্ছিলেন। ম্যাচ শেষ না হওয়ার আগ পর্যন্ত কিভাবে চাপ সামলে নিতে হয় তা দেখিয়েছেন অভিজ্ঞ জোকার। অন্যদিকে সার্ভিস-শট ভুল করে শারীরিকভাবে হতাশার বহিঃপ্রকাশ দেখান আলকারাস। দ্বিতীয় সেটে ৬-৪ গেমে জিতে ম্যাচে সমতায় ফেরেন জোকোভিচ।

তৃতীয় সেটে আলকারাসকে আরো বড় ব্যবধানে হারান 'জোকার'। তৃতীয় সেটে ৩-৬ গেমে হেরে যাওয়া ২১ বছর বয়সী তারকা ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন চতুর্থ সেটে। তবে কোনো সুযোগ দেননি ২৪ গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ। ৬-৪ গেমে জিতে ট্রফির সংখ্যা বাড়ানোর পথে আরেকটু এগিয়ে গেলেন জোকোভিচ।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।