ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

টাইগার উডসের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা প্রাক্তন প্রেমিকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ৭, ২০২৩
টাইগার উডসের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা প্রাক্তন প্রেমিকার প্রাক্তন প্রেমিকা এরিকা হারম্যানের সঙ্গে গলফার টাইগার উডস। ছবি: সংগৃহীত

চাকরি করতেন দক্ষিণ ফ্লোরিডায় অবস্থিত টাইগার উডসেরই একটি রেস্তেরাঁয়। সেখান থেকে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব পরে রূপ নেয় প্রেমের বন্ধনে।

পাঁচ বছরেরও বেশি সময় ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন তারা। কিন্তু বিচ্ছেদ হওয়ার পর এবার উডসের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করলেন প্রাক্তন প্রেমিকা এরিকা হারম্যান।  

তর্কসাপেক্ষে সর্বকালের সেরা গলফার উডস। জিতেছেন ১৫টি মেজর শিরোপা। তবে তারকাখ্যাতি পাওয়ার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। হারম্যানের অভিযোগ, যৌনসম্পর্ক যাতে ফাঁস না হয় সেজন্য উডস একটি গোপনীয়তা রক্ষার (এনডিএ) চুক্তি করেন। সেই চুক্তিতে সম্মতি না দিলে চাকরি হারাতে হতো হারম্যানকে। তাই যৌন হেনস্তার অভিযোগ এনে উডসের কাছ থেকে ৩০মিলিয়ন ডলার (প্রায় ৩২০ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়েছেন তিনি।

হারম্যানের আইনজীবী বেঞ্জামিন হোবাস বলেন, ‘উডস ছিলেন হারম্যানের বস। কোনো মালিক যদি যৌন সম্পর্কের জন্য কর্মচারীর উপরে বিভিন্ন রকম কাজের শর্ত আরোপ করেন, তাহলে সেটা যৌন হেনস্তা। ’

আদালতের নথিতে আরও বলা হয়েছে, ‘টাইগার উডস বিশ্ব বিখ্যাত একজন খেলোয়াড় এবং ক্রীড়াবিশ্বে  অন্যতম শক্তিশালী একজন ব্যক্তিত্ব । তিনি যৌন সম্পর্ক স্থাপন করেন এবং এরপর জোর করেন তার কর্মচারীকে এনডিএ চুক্তি করার জন্য, না হলে চাকরি থেকে ছাঁটাই হতে হবে। যখন তিনি তাদের যৌন সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট হয়ে ওঠেন, তিনি চালাকি করে তাকে (হারম্যান) বাড়ি ছাড়তে বাধ্য করেন, তাকে আটকেও রাখেন, তার অর্থ ও পোষ্যদের নিয়ে নেন এবং ভিন্ন একটি এনডিএ সই করানোর চেষ্টা করেন। ’

এদিকে এনিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাননি উডস। ২০১৭ সালে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার হন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।