ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জুন ৬, ২০১০
ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ

ব্রিস্টল: অবশেষে কাঙ্খিত জয় পেলো বাংলাদেশ। অজৈয় ইংল্যান্ডকেও জয় করে নিলো।

শনিবার একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ রানে হারিয়েছে স্বাগতিকদের।

পেসার রুবেল হোসেন, আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান দুটি করে উইকেট নেন। অন্য উইকেটটি নেন পেসার শফিউল ইসলাম।

আউট হয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস, ক্রেগ কিজওয়েটার, পল কলিংউড, ইয়ান মর্গেন, মাইকেল ইয়ার্ডি ও আজমল শাহজাদ।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৬ রান করে সফরকারী বাংলাদেশ। ইমরুল কায়েস ৭৬, জহুরুল ইসলাম অমি ৪০, মাহমুদুল্লাহ অপরাজিত ২৪ ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২২ রান করেন।

বাংলাদেশ সময়: ২২০২ ঘন্টা, জুলাই ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।