ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন হামজা

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন হামজা

২০২৭ এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। গ্রুপ ‘সি’তে বাংলাদেশ, ভারত ছাড়াও অন্য দুটি দল হংকং ও সিঙ্গাপুর।

আজ বাংলাদেশের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত ইংল্যান্ডের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে হামজাকে খেলানোর পরিকল্পনা বাফুফের, এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।  

হামজা নিজেও বাংলাদেশের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন তুষার। তিনি বলেন, ' হামজার মানের খেলোয়াড়কে অনেক আগের থেকে এনে ক্যাম্প করানোর কিছু নেই। তার ক্লাব লেস্টার তাকে ম্যাচের আগে ছাড়বে বলে আমরা আশাবাদী। আমরা তাকে ভারতের বিপক্ষের ম্যাচে পেতে আশাবাদী। হামজা নিজেও বাংলাদেশের হয়ে খেলতে মুখিয়ে আছেন। ' 

হামজা চৌধুরী নিজেও ভিডিও বার্তায় বলেছেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই দেখা হবে। ’

উল্লেখ্য, আগেই হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর এফএ তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে।  

এই কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছে বাফুফে।  

ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলেন হামজা। বাংলাদেশি পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন।  

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।