ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

পাঁচ সেটের লড়াই জিতলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
পাঁচ সেটের লড়াই জিতলেন জোকোভিচ

ইউএস ওপেনে নোভাক জোকোভিচের জয়রথ ছুটছে। তবে তৃতীয় রাউন্ডে প্রথম দুই সেট জিতে সার্বিয়ান কিংবদন্তিকে বেশ চাপে ফেলে দিয়েছিলেন তার স্বদেশী লাসলো জেরে।

কিন্তু পরের তিন সেট জিতে ম্যাচ চতুর্থ রাউন্ড নিশ্চিত করলেন 'জোকার'।

নিউইয়র্কে আজ তৃতীয় রাউন্ডে বেশ ঘাম ঝরাতে হয়েছে জোকোভিচকে। লড়তে হয়েছে ৩ ঘণ্টা ৪৫ মিনিট। শুরুতে ০-২ সেটে পিছিয়ে পড়েও ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ শেষ পর্যন্ত ৪-৬, ৪-৬, ৬-১, ৬-১ ও ৬-৩ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছেন।

ডেভিস কাপের সতীর্থ জেরে বিপক্ষে শুরু থেকে ছন্দে ছিলেন না জোকোভিচ। দুজনেই জাতীয় দলের সতীর্থ হওয়ায় সাবেক নম্বর ওয়ান সম্পর্কে বেশ ভালো ধারণা আছে জেরের। এর প্রভাব ম্যাচেও দেখা গেছে। প্রথম দুই সেট ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে নেন জেরে।  

পিছিয়ে পড়ে অবশ্য হাল ছাড়েননি জোকোভিচ। দুই সেটে পিছিয়ে পড়ার পর লকার রুমে যান তিনি। এরপর ফিরে এসে জেরের ওপর ঝড় বইয়ে দেন। তার আগ্রাসী টেনিসের সামনে কোনো জবাব ছিল না জেরের কাছে। পরের তিন সেটে যথাক্রমে ৬-১, ৬-১ ও ৬-৩ ব্যবধানে জিতে নেন জোকোভিচ।

ক্যারিয়ারের এ নিয়ে অষ্টমবার দুই সেট পিছিয়ে পড়েও জয় তুলে নিলেন তিনবারের ইউএস ওপেন জয়ী জোকোভিচ। ২৪তম মেজর জেতার লক্ষ্যে লড়ছেন তিনি। আর মাত্র একটি শিরোপা জিতলেও তিনি ছুঁয়ে ফেলবেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কুর্টসের কীর্তি। চতুর্থ রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ান বাছাই বর্না গোয়ো।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।