ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ইরানকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
ইরানকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

'ফাইভ এ সাইড' এশিয়া হকিতে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৭-৬ গোলে ইরানকে হারিয়ে পঞ্চম হয়েছে।  

ওমানের সালালাহতে শনিবার ইরানের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে।

তারা প্রথম চারবার ম্যাচে লিড নিলেও ইরান লড়াই করে সমতা আনে।  

বাংলাদেশ প্রথম চার বার ম্যাচে লিড নিলেও চারবারই ইরান সমতা আনে। ৪-৪ স্কোরলাইন হওয়ার পর বাংলাদেশ টানা দুই গোল করে। ইরান আরেক গোল করে আবার ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ২৭ মিনিটে সারওয়ার আরেকটি গোল করলে স্কোরলাইনের ব্যবধান বেড়ে ৭-৫ হয়। ২৯ মিনিটে ইরান গোল করলে আবার ম্যাচের উত্তেজনা বেড়ে যায়। শেষ পর্যন্ত ৭-৬ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের সাত গোলের মধ্যে সারওয়ার তিনটি, সাইফুল আলম, দীন মোহাম্মদ, আবেদ উদ্দিন ও মোহাম্মদ হোসেন একটি করে গোল করেন।

ফাইভ এ সাইড হকিতে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় দল অংশগ্রহণ করেছিল। নারী দল অস্টম এবং পুরুষ পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। এই সংস্করণের হকিতে নারী ও পুরুষ উভয় সিনিয়র দলের অংশগ্রহণ এবারই প্রথম।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।