ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

আলকারাজকে হারিয়ে ফাইনালে জোকোভিচের মুখোমুখি মেদভেদেভ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
আলকারাজকে হারিয়ে ফাইনালে জোকোভিচের মুখোমুখি মেদভেদেভ

কার্লোস আলকারেজকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে পা রেখেছেন দানিল মেদভেদভ। তৃতীয় বাছাই এই রুশ তারকা এখন নোভাক জোকোভিচের ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে এখন একমাত্র বাধা।

৩ ঘণ্টা ১৯ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে আজ ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন আলকারেজকে ৭-৬ (৭-৩), ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন রুশ বাছাই মেদভেদেভ।  

অন্যদিকে গতকাল শুক্রবার জোকোভিচ ফাইনালে ওঠার লড়াইয়ে আমেরিকান বাছাই বেন শেলটনকে ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন। গত জুলাইয়ে উইম্বলডনের ফাইনালে সার্বিয়ান কিংবদন্তিকে হারিয়েই ইতিহাস গড়েছিলেন ২০ বছর বয়সী আলকারাজ।

২০২১ সালের ফাইনালে মেদভেদেভের কাছেই হেরে বিদায় নিয়েছিলেন জোকোভিচ। পরের আসরে করোনা ভাইরাসের টিকা না নেওয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি তিনি। তবে এবার তিনি বীরদর্পে ফিরে রেকর্ড ১০ম বারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন। এর আগে এই কীর্তি ছিল শুধু সাবেক টেনিস তারকা বিল টিলডেনের দখলে।  

আগামীকাল রোববার চতুর্থবারের মতো ইউএস ওপেনের শিরোপা জেতার লড়াইয়ে নামবেন 'জোকার'। এ নিয়ে চলতি মৌসুমে সব মেজরের ফাইনালে উঠার অনন্য কীর্তি গড়েছেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডনের ফাইনালেও উপস্থিত ছিলেন এই সার্বিয়ান তারকা।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।