ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জিমন্যাস্টিক্সের সাধারণ সম্পাদক হচ্ছেন জামিল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
জিমন্যাস্টিক্সের সাধারণ সম্পাদক হচ্ছেন জামিল

জিমন্যাস্টিক্স ফেডারেশনের নির্বাচনে আজ ছিল মনোনয়নপত্র জমা দেয়ার দিন৷ নির্ধারিত পদের বিপরীতে অতিরিক্ত মনোনয়ন জমা পড়েনি। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করবে।

মনোনয়ন পত্র প্রত্যাহার না করলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

জিমন্যাস্টিক্স ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে রদবদল আসছে। ১৫ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা আহমেদুর রহমান বাবলুর স্থলাষিভিক্তি হচ্ছেন তারই হাতে গড়া শিষ্য হাবিবুর রহমান জামিল।

জামিল ২০১৭ সালে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হন। ছয় বছরের মধ্যেই ফেডারেশনের মূল পদে আসীন হচ্ছেন। মাত্র ৩৭ বছর বয়সেই দেশের একটি শীর্ষ ফেডারেশনের প্রধান পদে বসতে যাচ্ছেন।

জিমন্যাস্টিক্সের চার বারের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু এবার সহ-সভাপতি।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।