ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

কোয়ার্টার ফাইনালে সেলিম

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
কোয়ার্টার ফাইনালে সেলিম

এবারের এশিয়ান গেমসে এত হতাশার ভীড়ে কিছুটা স্বস্তি দিচ্ছেন বক্সার সেলিম। কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের এই বক্সার।

হ্যাংজু জিমনেসিয়ামে অনূর্ধ্ব-৫৭ কেজি ওজনের প্রি-কোয়ার্টারে তাজিকিস্তানের আসরর ভকিধভকে নকআউট করেছেন তিনি।  

শনিবার প্রথম রাউন্ডে পাঁচ জাজের বিচারে পিছিয়ে ছিলেন সেলিম। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ভিন্নরূপে হাজির হন। তৃতীয় মিনিটে তাজিক প্রতিপক্ষকে আক্রমণ করেন। এর ফলে চোখের ওপর কেটে যায় তার। খেলা বন্ধ করে সেলিমকে বিজয়ী ঘোষণা করা হয়।  

এর আগে শ্রীলঙ্কার রাকমাল প্রসন্নকে প্রথম রাউন্ডে হারিয়েছিলেন সেলিম। ৩ অক্টোবর কোয়ার্টার ফাইনালে জাপানি প্রতিপক্ষের মুখোমুখি হবেন তিনি। সেই ম্যাচে জিতলেই পদক পাওয়ার সম্ভাবনা বাড়বে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।