ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা

এশিয়ান গেমসে লড়াই করে হারলেন বক্সার সেলিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
এশিয়ান গেমসে লড়াই করে হারলেন বক্সার সেলিম

এশিয়ানস গেমসে আশা জাগিয়েছিলেন বাংলাদেশের বক্সার সেলিম হোসেন। প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন তাজিকিস্তানের বক্সারকে।

তবে কোয়ার্টার ফাইনালে গিয়ে আর পারলেন না। পদক না পাওয়ার হতাশা নিয়েই বিদায় নিতে হলো তাকে।

আজ হাংজু জিমনেসিয়ামে খেলতে নেমে তিন রাউন্ডেই পাঁচ বিচারকের কাছ থেকে ১০-এর মধ্যে ৯ পেয়েছেন তিনি। প্রতিপক্ষ জাপানিজ বক্সার হারাদা পেয়েছেন পূর্ণমান ১০ করেই। পরবর্তীতে তিনি জয়ী হয়েছেন ৫-০ ব্যবধানে।  

এবারের এশিয়াডে তিন বক্সার অংশ নিয়েছিলেন বাংলাদেশের হয়ে। ৫১ কেজি ফ্লাইওয়েটে ছিলেন আনসারের আবু তালহা। ৫৭ কেজিতে সেলিম আর মেয়েদের ৫০ কেজি ওজন শ্রেণিতে ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিন্নাত ফেরদৌস। তালহা প্রথম ম্যাচে বাই পেয়ে প্রি-কোয়ার্টারে উঠেছিলেন। তিনি হারেন সৌদি আরবের বক্সারের কাছে। জিন্নাত প্রথম ম্যাচে বাই পেয়ে প্রি-কোয়ার্টারে হারেন মঙ্গোলিয়ার বক্সারের কাছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।