ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

হকি লিগ শুরুর দিন পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
হকি লিগ শুরুর দিন পরিবর্তন

ক্লাবগুলোর সঙ্গে সভা করে ৮ মার্চ লিগ শুরুর তারিখ ঘোষণা করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। তবে তিনটি ক্লাবের অসম্মতিতে লিগ একদিন এগিয়ে আনতে বাধ্য হয়েছে ফেডারেশন।

গতকাল সোমবার রাতে জরুরি সভা করে ফেডারেশন লিগ ৭ মার্চ থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

আবাহনী, মোহামেডান ও উষার দাবি ছিল পূর্ব নির্ধারিত তারিখ ৬ মার্চ লিগ শুরু করার। আর লিগের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্সের দাবি ছিল, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত সূচি অনুযায়ী ৮ মার্চ লিগ শুরু করতে হবে। সভায় দুই পক্ষের কারও দাবিই পূরণ হয়নি। ৬ ও ৮ মার্চের মাঝামাঝি ৭ মার্চ লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে।

উষা ক্রীড়া চক্রের দাবি ছিল লিগের শুরু থেকেই বিদেশি আম্পায়ার আনার। ৮ মার্চের পরিবর্তে লিগ একদিন এগিয়ে আসায় বিদেশি আম্পায়ার নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সবমিলিয়ে তিন বছর পর হকি লিগ শুরু হওয়ার আগেই উত্তাপের আঁচ। এখন দেখার বিষয় ক্লাবগুলোকে ফেডারেশন কীভাবে 'বশে' এনে লিগ ঠিকঠাক আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।