ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সবুজ- সুদীপের হ্যাটট্রিকে মেরিনার্সের বড় জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
সবুজ- সুদীপের হ্যাটট্রিকে মেরিনার্সের বড় জয়

গ্রীন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয় পেয়েছে ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব। আজ বুধবার, (১৭ এপ্রিল) মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৯-২ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।

 

তারকা ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ (হ্যাটট্রিকসহ ৪ গোল) এবং ভারতের সুদীপ চিরমাকোর হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় মেরিনার্স। এছাড়া জয়ী দলের মাঈনুল ইসলাম কৌশিক ও অধিনায়ক ফজলে হোসেন রাব্বি একটি করে গোল করেন।  

অ্যাজাক্সের ইমতিয়াজ আহমেদ রুবেল এবং দলটির ভারতীয় রিক্রুট প্রমোত দেওয়ান একটি করে গোল করেও দলের বড় পরাজয় ঠেকাতে পারেননি। এই জয়ে ১৪ খেলায় মেরিনারের সংগ্রহ ৩৪ পয়েন্ট। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স।

বাংলাদেশ সময় : ২১৪৩ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০২৪
এআর/এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।