ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

৭ মাস পর মাঠে ফিরছে হকি

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
৭ মাস পর মাঠে ফিরছে হকি

আগামীকাল থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট। যার ফলে ৭ মাস পর মাঠে ফিরতে যাচ্ছে হকি।

৬ দলের এই প্রতিযোগিতা শেষ হবে ৩০ ডিসেম্বর। এপ্রিল মাসে প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর হকি টার্ফে প্রতিযোগিতামূলক খেলা হয়নি।

বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচিত কমিটি বিলুপ্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ গত ১৪ নভেম্বর গঠন করেছে অ্যাডহক কমিটি। আজ বিকেলে হকি ফেডারেশনে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক  লেফটেন্যান্ট রিয়াজুল হাসান (অব) বলেন, 'আমাদের লক্ষ্য হকিকে মাঠে রাখা। সেই লক্ষ্যে বিজয় দিবস দিয়ে শুরু। সামনে অন্যান্য প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা চলছে। ' 

বিজয় দিবস হকিতে হকি ফেডারেশন আমন্ত্রণ জানিয়েছিল বিভিন্ন ক্লাব, সংস্থা ও জেলা দলগুলোকেও। সেখান থেকে মাত্র সাড়া এসেছে নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের। পাশাপাশি হকির সূতিকাগার বিকেএসপিও খেলছে। এছাড়া পুষ্কর ক্ষিসা মিমো ও আরো কয়েকজন প্রতিষ্ঠিত হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ নামে দল গড়েছেন। ফেডারেশন তাদেরও খেলার অনুমতি দিয়েছে। এই প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, 'আমরা চেয়েছি খেলোয়াড়রা খেলার সুযোগ পাক। এজন্য ফেডারেশনের অ্যাফিলিয়েটেড – নন অ্যাফিলিয়েটেড বিষয় বিবেচনা করা হয়নি। সকলের জন্যই উন্মুক্ত ছিল। '

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।