ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

প্যারিস অলিম্পিক: শুটিংয়ে বাছাইপর্ব থেকেই বাদ রবিউল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
প্যারিস অলিম্পিক: শুটিংয়ে বাছাইপর্ব থেকেই বাদ রবিউল

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব থেকে বাদ পড়েছেন বাংলাদেশের রবিউল ইসলাম।  

২০২৪ প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনের খেলায় আজ শুটিংয়ের এই ইভেন্টে ৪৯ জন প্রতিযোগির মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল।

তার স্কোর ৬২৪.২।

বাছাইয়ে শীর্ষে থাকা চীনের লিহাও শেংয়ের স্কোর ৬৩১.৭। দুইয়ে থাকা আর্জেন্টিনার হুলিয়ান গুতিরেজের স্কোরও শেংয়ের সমান।

এদিকে এবারের অলিম্পিকে প্রথমবার পদকের দেখা পেয়েছে ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে (নারী) ব্রোঞ্জ জিতেছেন ভাকের মানু। ফাইনালে তার স্কোর ২২১.৭। এই ইভেন্টে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন। তার ২৪৩.২ স্কোর অলিম্পিকের নতুন রেকর্ড; আগের রেকর্ড ছিল রাশিয়ার বাতসারাশকিনা ভিতালিনার (২৪০.৩)। রুপা জিতেছেন তার স্বদেশী কিম ইয়েজি (২৪১.৩)।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্যারিস অলিম্পিকের সর্বোচ্চ পদক অস্ট্রেলিয়ার। তাদের দখলে গেছে ৩টি সোনা ও ২টি রুপা। ৪টি পদক নিয়ে দুইয়ে আছে চীন। তারা জিতেছে ৩টি সোনা ও ১টি ব্রোঞ্জ। ৫টি পদক নিয়ে তিনে আছে দক্ষিণ কোরিয়া। তারা জিতেছে ২টি করে সোনা ও রুপা এবং ১টি ব্রোঞ্জ।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।