ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

নাদালকে হারিয়ে পরের রাউন্ডে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
নাদালকে হারিয়ে পরের রাউন্ডে জোকোভিচ

ইনজুরির কারণে প্রতিন্দ্বন্দ্বিতামূলক টেনিস খেলতে না পারার কথা আগেই জানিয়েছিলেন রাফায়েল নাদাল। এবার প্রিয় লাল দুর্গেও হেরে গেলেন তিনি।

তাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে প্যারিস অলিম্পিকের তৃতীয় রাউন্ডে উঠেছেন চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচ।

দুই মহারথীর এটাই শেষ লড়াই বলে ধরছেন অনেকে। যে লড়াইয়ের শুরুটা হয়েছিল ২০০৬ সালে এই রোলা গারোতেই। ১৮ বছর পর নিজেদের মধ্যে ৬০টি ম্যাচ খেলে ফেললেন তারা। যেখানে ৩১ জয় নিয়ে এগিয়ে আছেন জোকোভিচ।

পরের রাউন্ডে উঠে সার্বিয়ান তারকা, 'আমি খুবই স্বস্তিতে আছি। সবকিছুই আমার পক্ষে যাচ্ছিল। ৬-১, ৪-০ গেমে এগিয়ে ছিলাম কিন্তু এরপর কিছুটা খেই হারিয়ে ফেলি এবং তাকে সুযোগ দিয়েছি। ২০০৬ সালে কখনোই ভাবিনি প্রায় ২০ বছর পরে আমরা একে অপরের বিপক্ষে খেলব। '

অলিম্পিক স্বর্ণ এখন পর্যন্ত অধরাই থেকেছে জোকোভিচের কাছে। এবার প্যারিস অলিম্পিক দিয়ে সেই চক্র পূরণ করতে চান তিনি। একক লড়াইয়ে সোনা জয়ের আশা শেষ হলেও নাদাল ডাবলসে টিকে আছেন এখনো। যেখানে তার সঙ্গী কার্লোস আলকারাস।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।