ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় সাগরের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় সাগরের

অলিম্পিকের আর্চারি ইভেন্টে আজ বাংলাদেশের সাগর ইসলাম এলিমিনেশন রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। তার প্রতিপক্ষ ছিলেন টোকিও অলিম্পিকে রৌপ্যপদক জয়ী ইতালির মাউরো নেসপোলি।

প্রথম তিন সেটে হেরে বিদায় নিতে হয়েছে সাগরকে। বিদায়ের পর সাগর জানিয়েছেন আরও শক্তিশালি হয়ে ফিরে আসতে চান তিনি।

খেলার পর মিক্সড জোনে সাগর জানিয়েছেন এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। তিনি বলেন, ‌‌‘সবাই জিততে চায়। আমিও জিততে চেয়েছিলাম। কিন্তু কোনও কারণে তা হয়নি। এটা আমার মাত্র শুরু। আশা করছি সামনের দিকে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবো। ’

সাগর ইসলামের বয়স মাত্র ১৮ বছর। এই বয়েসেই সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। আগামীতে তার বড় সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট সকলেই। সাগরের কোচ মার্টিন ফ্রেডরিক তার প্রতি আস্থা রাখার আহ্বান জানান, ‘দুই মাস আগেও সাগরের প্রতি এতটা প্রত্যাশা ছিল না। আনতালিয়ায় কোটা প্লেস অর্জন করে সে যোগ্যতা প্রদর্শন করেছেন। সামনে আরো অনেক কিছু করা সম্ভব তার পক্ষে। ’

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।