ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

বাবাকে স্বর্ণপদক উৎসর্গ করলেন আলফ্রেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
বাবাকে স্বর্ণপদক উৎসর্গ করলেন আলফ্রেড

সবাইকে চমকে দিয়ে প্যারিস অলিম্পিকে দ্রুততম মানবী হয়েছেন জুলিয়েন আলফ্রেড। ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ার এটাই প্রথম অলিম্পিক পদক।

 

গতকাল পেছনে ফেলে ১০.৭২ সেকেন্ডে স্বর্ণ জিতেছেন আলফ্রেড। ইতিহাস গড়ার পর ২৩ বছর বয়সী এই অ্যাথলেট পদক উৎসর্গ করেন তার মৃত বাবাকে। তিনি বলেন‘সব সময়ই বলে এসেছি, সেন্ট লুসিয়ার প্রথম অলিম্পিক পদকজয়ীদের একজন হতে চাই। এখন আমি অলিম্পিক গেমসে প্রথম স্বর্ণ জয়ী। ঘুম থেকে উঠে লিখে রাখছিলাম জুলিয়েন আলফ্রেড, অলিম্পিক চ্যাম্পিয়ন। তাই মনে করি নিজের উপর বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’

১২ বছর বয়সে বাবাকে হারান আলফ্রেড। এরপর খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ঈশ্বর, আমার কোচ এবং সবশেষ আমার বাবার জন্য এটা। বাবা বিশ্বাস করতেন, আমি পারব। ২০১৩ সালে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি। কিন্তু এখন তিনি ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে আমাকে দেখতে পারলেন না। তার মেয়ে অলিম্পিয়ান হওয়ায় সব সময়ই তিনি গর্ব বোধ করবেন। ’

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।