ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আসিফ মাহমুদকে বিএসপিএর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
আসিফ মাহমুদকে বিএসপিএর অভিনন্দন

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অর্ন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। নতুন এই সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ।

তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে প্রবীণ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বাংলাদেশ বিএসপিএর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হয়েছেন ২৬ বছর বয়সী আসিফ মাহমুদ। '

তার নেতৃত্বে ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'নবনিযুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই তরুণ উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে এই কামনা করছে বিএসপিএ। '


বাংলাদেশ সময় : ১৯১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।