ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

কিরণের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
কিরণের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ

ঢাকা: বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।  

এই বিষয়ে মতিঝিল থানায় সাধারণ ডায়েরিও করেছেন এক ক্লাব কর্মকর্তা।

গত ১৪ সেপ্টেম্বর মতিঝিল থানায় বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এ. আর. মনিরুজ্জামান এই সাধারণ ডায়েরি দায়ের করেন।

বাফুফেতে নারী ফুটবল নিয়ে কিরণের স্বেচ্ছাচারিতার অভিযোগ অনেক পুরোনো। এবার তারই নতুন প্রমাণ মিলল। শর্ত মেনে নারী ফুটবল লিগে খেলার আবেদন করার পরও খেলতে না দেওয়ার ফলে আর্থিক ক্ষতিপূরণের দাবি করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার মত গুরুতর  অভিযোগ উঠেছে বাফুফের এই নারী উইংয়ের চেয়ারম্যানের বিরুদ্ধে।

নারী ফুটবলে কিরণ একনায়কতন্ত্র চালাতে চেষ্টা করছেন এমন অভিযোগ উঠেছে বহুবার। তবে সভাপতি কাজী সালাউদ্দিনের প্রিয়জন বলেই তার বিরুদ্ধে সহজে আওয়াজ তুলতেন না তেমন কেউই।  

সরকার পরিবর্তনের পর থেকেই বদলে গেছে প্রেক্ষাপট। নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন সালাউদ্দিন। সম্প্রতি তার বিরুদ্ধে বিএনপি’র চেয়ারপারসনের গাড়ি বহনে ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলা হয়েছে।

এবার ফুটবলাঙ্গনের মানুষ মুখ খুলতে শুরু করেছে, অভিযোগ কিরণের দিকে। তার বিরুদ্ধে দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়- মাহফুজা আক্তার কিরণের যোগসাজশে ২০২১-২০২২ মৌসুমে দু’টি ক্লাব বেগম আনোয়ারা এসসি ও ঢাকা ডায়মন্ড এসসি লিগে অংশ নিতে পারেনি। ফলে ক্লাব দু’টির আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওই ক্ষতিপূরণের টাকা গত ৪ আগস্ট আনুমানিক সকাল ১০টার দিকে বাফুফে ভবনে চাইতে গেলে কিরণ সেই টাকা দেবেন না বলে জানিয়ে দেন এবং ভয়-ভীতি প্রদর্শনসহ হুমকি দেন।

কিরণের বিরুদ্ধে ডিজিতে অভিযোগ করা হয়- তিনি মনিরকে প্রাণনাশের হুমকি দেন। এছাড়া জিডিতে কিরণের বিরুদ্ধে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের টাকা দিয়ে আন্দোলনরত ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।  

অভিযোগকারী কিরণের বিরুদ্ধে অতীতে বিভিন্ন দুর্নীতি ও অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে জিডিতে যে কোনো সময় দেশত্যাগ করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন।  

বিষয়টি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও নির্বাচন নিয়ে পুরো প্রস্তুতি নিচ্ছেন কিরণ এমনটাই জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র।  

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।