ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বুদাপেস্টে ওয়াদিফার প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
বুদাপেস্টে ওয়াদিফার প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম

আন্তর্জাতিক মহিলা মাস্টার হওয়ার পথে প্রথম নর্ম অর্জন করেছেন ফিদে মাস্টার ওয়াদিফা। বুদাপেস্ট সিক্স ডে আন্তর্জাতিক মাস্টার্স দাবায় ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন।

টুর্নামেন্ট শেষে তার বর্তমান রেটিং দাঁড়িয়েছে ১৯৮৮-তে। ওয়াদিফার বড় বোন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ অনূর্ধ্ব-২২৫০ রেটিং টুর্নামেন্টে ৯ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন।

গ্র্যান্ডমাস্টারস দাবা বি-তে ফিদে মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে অষ্টম হন। গ্র্যান্ডমাস্টারস দাবা সি-তে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হন।

গ্র্যান্ডমাস্টারস দাবা এ-তে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ খেলায় ৩ পয়েন্ট অর্জন করেন।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।