ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

অবশেষে চতুর্থ দিন মাঠে গড়াল বল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
অবশেষে চতুর্থ দিন মাঠে গড়াল বল

টানা দুদিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হওয়ার পর অবশেষে চতুর্থ দিন মাঠে গড়ালো বল। আজ সকালের শুরুতেই মিলেছে সূর্যের দেখা।

সবকিছু ঠিক থাকলে কানপুর টেস্টে আজ ৯৮ ওভার হওয়ার কথা রয়েছে।

এর আগে টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ১০৭ রান। ১৩ বলে ৬ রান করে মুশফিকুর রহিম ও ৮১ বলে ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল। বৃষ্টির কারণে অনেকটা আগেভাগেই শেষ হয় সেদিনের খেলা।

দ্বিতীয় দিনের খেলার পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় দিন বৃষ্টি না হলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা চালু করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪ 
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।