ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

জুনিয়র এশিয়া কাপ হকি

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হার

জুনিয়র এশিয়া কাপ হকিতে দ্বিতীয় ম্যাচেই হার দেখল বাংলাশে। বৃহস্পতিবার মাসকাটের ওমান হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুফিয়ান মোহাম্মদ খানের হ্যাটট্রিকের সুবাদে পাকিস্তান ৬-০ গোলে হারিয়ে দিয়েছে তাদের।

সুফিয়ানের হ্যাটট্রিক ছাড়াও মোহাম্মদ আম্মাদ, ওয়ালিদ রানা ও জাকরিয়া হায়াত একটি করে গোল করেন।

এই হারে যুব বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়ল বাংলাদেশের। শনিবার মালয়েশিয়াকে হারাতে পারলে সেই সম্ভাবনা উজ্জ্বল হবে। বাংলাদেশের শেষ ম্যাচে রোববার চীনের বিপক্ষে। পাঁচ দলের ‘বি’ গ্রুপে এই ম্যাচ জিতলেই যুব বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারিয়েছিল তারা।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।