শীর্ষ বাছাইয়ের সঙ্গে ১৯তম বাছাইয়ের লড়াইয়ে কে জিতবে? সাধারণ উত্তর হওয়ার কথা- শীর্ষ বাছাই। কিন্তু ম্যাডিসন কিস তা হতে দেননি।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে ৬-৩, ২-৬, ৭-৫ গেমে হারিয়েছেন কিস এবং জিতে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। এরপর আনন্দে কিস কাঁদলেন, হাসলেনও। ২৯ বছর বয়সী এই মার্কিন টেনিস তারকা সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার তালিকায় চতুর্থ স্থানে আছেন।
ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে নামা কিস যেন আজ সর্বস্ব ঢেলেই কোর্টে নেমেছিলেন। সেমিফাইনালে তিনি হারিয়ে এসেছেন দ্বিতীয় বাছাই ইগা শিয়াতেককে। আর আজকে তার প্রতিপক্ষ ২৫ বছর বয়সী বেলারুশের সাবালেঙ্কা ছিলেন আসরের টপ ফেভারিট। যার সামনে সুযোগ ছিল মার্টিনা হিঙ্গিসের কীর্তি ছোঁয়ার। কিন্তু শেষ পর্যন্ত কিস তাকে জয়ের মুখ দেখতে দেননি।
প্রথম সেটে ৬-৩ গেমে কিস জেতার পর দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। এই সেট ২-৬ ব্যবধানে হারেন কিস। কিন্তু তৃতীয় ও শেষ সেটের জন্যই যেন মূল লড়াইটা জমিয়ে রেখেছিলেন তারা। তৃতীয় সেটের চতুর্থ গেম জেতার পর (৪-৪) র্যাকেট পাল্টান কিস। প্রতি সেট ৬ গেমের হলেও ব্যবধান ৫-৫ বা ৬-৫ হলে টাইব্রেকারে আরেকটি গেম বেশি খেলা হয়। কিস সেখানেই বাজিমাত করেন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমএইচএম