ঢাকা: উইরোপিয়ান স্যান্ডর্ড স্কুল সিক্স সিজন্স আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার পঞ্চম পর্বের খেলা শেষে স্বাগতিক বাংলাদেশের মোহাম্মদ আব্দুল মালেক এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে আছেন।
সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন এবং রাশিয়ার মিনিনা ভেরোনিকা।
রোববার জাতীয় ক্রীড়াপরিষদ টাওয়ারের অডিটোরিয়ামে মালেক ভেরোনিকাকে, মহিলা ফিদে মাস্টার শামীমা আক্তার লিজা ভারতের চন্দ্রশেখরকে হারান। মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা মঙ্গোলিয়ার এনখতুল আলতানুলজির সঙ্গে, আমিন ভারতের মনোদীপ ধরের সঙ্গে এবং ইমন ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগরের সঙ্গে ড্র করেন।
এদিকে, বেসিক ব্যাংক ৩১তম জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০ বছর) দাবা চ্যাম্পিয়নশিপে চতুর্থ পর্বের খেলা শেষে পূর্ণ চার পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছেন আব্দুলাহ আল সাইফ, শরীফ হোসেন এবং ইকরামুল হক সিয়াম। সাড়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ইয়ন সরকার।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৯৪৪ ঘ. ০৬ জুন ২০১০
এসএ