ঢাকা: মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’-এর ফাইনাল ম্যাচে বিজিবি ৩০-২৭ গোলের ব্যবধানে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গত ২৫ ডিসেম্বর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ শুরু হয়। প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, টিম হ্যান্ডবল ঢাকা, জাতীয় জুনিয়র হ্যান্ডবল দল এবং জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দলসহ মোট ছয়টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় গত ২৬ ডিসেম্বর সকালে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৭-০৬ গোলের ব্যবধানে টিম হ্যান্ডবল ঢাকাকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। একই দিন সন্ধ্যায় বিজিবি ৩৩-১৮ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে প্রতিযোগিতার ফাইনালে ওঠে। এরই ধারাবাহিকতায় আজ সকালে বডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসারের মধ্যে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ হয়, যেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এমএমআই/এইচএ/