জেনেভা: কয়দিন পরেই দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে ফুটবলের ১৮তম মহারণ। অথচ বিশ্বচ্যাম্পিয়ন ইতালির সময়টা ভাল যাচ্ছে না।
জেনেভার আসলে পরীক্ষা-নিরীক্ষায় মেতে ছিলেন উভয় দলের কোচ। একের পর এক খেলোয়াড়ার পরিবর্তন আর বিশ্বকাপ স্কোয়াডে নাম নেই এমন ফুটবলারকেও খেলতে দেখা গেছে ওই ম্যাচে।
প্রচন্ড কোলাহলের মধ্যে স্বাগতিক দলই খেলোয়াড় পরিবর্তনে এগিয়ে ছিলো। নিজেদের মাঠে খেলার দশম মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। তবে বেশি সময় এগিয়ে থাকা সম্ভব হয়নি সুইসদের পক্ষে। পাঁচ মিনিটের ব্যবধানে সমতা আনে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। গোল করেন ফাবিয় কুয়াগলিয়ারেয়া।
খেলা শেষে সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের কোচ অটোমার হিটসফেল্ড বলেন,“আমি একে (প্রীতি ম্যাচ) খুব গুরুত্বপূর্ণ মনে করছি না। আমরা ভাল ভাবে প্রস্তুত হয়েই দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। ”
এর আগে গত বৃহস্পতিবার ম্যাক্সিকোর কাছে ২-১ গোলে হেরেছে ইতালি। যদিও ওই ম্যাচে বেশিরভাগই দ্বিতীয় সারির খেলোয়াড়দের নামানো হয়েছিলো। আন্দ্রে কসুও খেলেছেন ম্যাক্সিকোর বিপক্ষে। ইতালির এমন প্রস্তুতির কারণ দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় আন্দ্রে পিউলো এবং মাউরো কামোরানেসি চোট নিয়ে মাঠে ফেরার প্রহর গুণছেন।
কসুকে ২৪তম খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাচ্ছে ইতালি। পিউলো এবং কামোরানেসি শেষপর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে পড়লে কসুকে স্কোয়াডে সুযোগ দেওয়া হবে। সেজন্যই তাকে প্রস্তুত করে নিচ্ছেন মার্সেয়ো লিপি।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১১ ঘ. ০৬ জুন ২০১০
এসএ