ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শুরু হয়েছে অনূর্ধ্ব-১৬ টেনিস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, জুন ৭, ২০১০

ঢাকা: জাতীয় টেনিস কমপ্লেক্সে রোববার থেকে শুরু হয়েছে কুমিল্লা কাব অনূর্ধ্ব-১৬ টেনিস প্রতিযোগিতা। বাংলাদেশ টেনিস ফেডারেশন এবং কুমিল্লা কাব আয়োজিত সাতদিনের এই প্রতিযোগিতা শেষ হবে ১২ জুন।



উদ্বোধনী দিনে বালক বিভাগের শীর্ষবাছাই জাতীয় টেনিস কমপেক্সের রুস্তম আলী ৬-৪, ৬-১ গেমে হারান দ্বিতীয় বাছাই বিকেএসপির শেখ হাসিবুল হকে।  

বিকেএসপির মামুন ব্যাপারি ৬-০, ৬-০ গেমে প্রতিপ বগুড়া স্টেশন কাবের রাকিব আলম চারু কে, জাতীয় টেনিস কমপেক্সের বিপব রাম ৬-০, ৬-০ গেমে জাতীয় টেনিস কমপেক্সের নূর মোহাম্মদকে, জাতীয় টেনিস কমপেক্সের শামস ৬-০, ৬-১ গেমে একই প্রতিষ্ঠানের তাহসিনকে এবং জাতীয় টেনিস কমপেক্সের জামিল ভূঁইয়া ৬-১, ৭-৫ গেমে সজিব পাশিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।    

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৩৬ ঘ. ০৬ জুন ২০১০
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।