ঢাকা: সিটিসেল ৩০তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রোববার ৮০টি ম্যাচ হয়েছে। তার মধ্যে পুরুষ একক এবং দ্বৈত উল্লেখযোগ্য।
পুরুষ এককে এনায়েত খুলনা বিভাগের সাজ্জাদকে, নারায়নগঞ্জের জাবেদ দিনাজপুর জেলার মোমেনকে, ঢাকা বিভাগের মামুন সিলেট বিভাগের টিটুকে, বিমানের রইস দিনাজপুরের রেজাউলকে, বগুড়ার আলম খুলনার শাহবুদ্দিনকে, বরিশাল বিভাগের আতিক বাবু চাঁদপুরের সাইফুলকে হারিয়েছেন।
এছাড়া পুরুষ দ্বৈতে সাতক্ষীরার বেলাল ও ফিরোজ মাগুড়া জেলার তপু ও হাবিবকে, বরিশাল বিভাগের বুলবুল ও এজাজ উদ্দিন কুমিল্লার মাজদুর ও ওমরকে হারিয়েছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫৭ ঘ. ০৬ জুন ২০১০
এসএ