লন্ডন: বিশ্বকাপের ঠিক আগে চোটের তালিকায় যোগ হলেন আরো দুই ফুটবলার, নাইজেরিয়ার মাঝমাঠের জন ওবি মিকেল ও নেদানল্যান্ডের আরজেন রবেন।
দক্ষিণ আফ্রিকায় পৌঁছে প্রথম দিনের অনুশীলন শেষে হাঁটুতে প্রচন্ড ব্যাথা অনুভব করেন ২৩ বছর বয়সি মিকেল।
নাইজেরিয়ান ফুটবল ফেডারেশনের মুখোপাত্র ইডা পিটারনাইড জানান“ দক্ষিণ আফ্রিকায় আসার পর প্রথমে ওবের গোড়ালির ব্যাথা কমই ছিল। কিন্তু শনিবার অনুশীনের পর বেড়ে যায়। ”
“সে জানেনা ঠিক কি কারণে এমন হয়েছে। কিন্তু তার জায়গায় অন্য কোন খেলোড়ার দিয়ে পূরণ করা সম্ভব হবে না,” বলেছেন পিটারনাইড।
অন্যদিকে হাঙ্গেরির সঙ্গে প্রীতি ম্যাচে আঘাত পান রবেন। ওই ম্যাচে ৬-১ জিতেছিলো নেদারল্যান্ড। চেলসির সাবেক এই ফুটবলারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নির্ভর করছে স্ক্যান রিপোর্টের উপর।
চোটের তালিকায় আগেই নাম লিখিয়েছেন ঘানার মাইকেল এইসান এবং আইভোরি কোস্টের অধিনায়ক দিদিয়ার দ্রোগবা।
ছোট দেশের বড় তারকারা এভাবে ঝড়ে পড়ায় জৌলুস হারাতে পারে বিশ্বকাপ ফুটবলের ১৯তম আসর।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৮ ঘ. ৭ জুন, ২০১০
এসএফএম/এসএ