জোহানেসবার্গ: তানজানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছেন না ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজার। পিঠের চোট সারাতে বিশ্রামে থাকবেন বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক।
টানা ২৬ ম্যাচ পর জাতীয় দলের হয়ে খেলছেন না সিজার। তাও আঘাতের কারণে।
সর্বশেষ ২০০৮ সালে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলা হয়নি তার।
বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সময় পিঠের পুরনো চোট ফের মাথাচারা দিলে প্রথমার্ধেই বিশ্রামে যান ব্রাজিলের গোলরক্ষক। বিশ্বকাপের আগে পুরো সুস্থ হতে তানজানিয়ায় সফরও বাতিল করেছেন ইন্টার মিলানের এই ফুটবলার।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থাকায় দলের সঙ্গে তানজানিয়া যাচ্ছেন না জুলিও সিজার।
এতে অবশ্য ব্রাজিল ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। কোচ কার্লোস দুঙ্গা জানিয়েছেন, সিজারের আঘাত মারাত্মক নয়। কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন ৩০ বছর বয়সী এই গোলরক্ষক।
১১ জুন শুরু হওয়া বিশ্বকাপে ‘জি’ গ্রুপের দল হেক্সা জয়ী ব্রাজিল খেলবে দক্ষিণ কোরিয়া, আইভোরি কোস্ট ও পর্তুগালের বিপক্ষে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০১ ঘ. ৭ জুন, ২০১০
এসএফএম/এসএ