ঢাকা: স্কুল ক্রিকেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাজাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটের উন্নয়নে এর বিকল্প নেই বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল।
তার মতে,“স্কুল ক্রিকেট হচ্ছে ক্রিকেটের প্রাণ। তাই স্কুল ক্রিকেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাজানো হবে। ”
এবছর জাতীয় স্কুল ক্রিকেটের সফল সমাপ্তির পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আশ্বাস দেন, অগ্রাধিকার ভিত্তিতে ১০০ স্কুলে উইকেট বানিয়ে দেওয়া হবে। এমনকি ক্রিকেট চর্চা হয় এমন স্কুলে কোচ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন মোস্তফা কামাল।
বিসিবি সভাপতি বলেন,“ভবিষ্যতে উৎসবমুখোর পরিবেশে হবে স্কুল ক্রিকেট। অন্তত দশটি ম্যাচ সরাসরি টেলিভিশনে প্রচার করা হবে। ”
সংবাদ সম্মেলনে মোস্তফাকামাল ঘোষণা দেন, আগামী বছর স্কুল ক্রিকেটের ফাইনালে অন্তত ৪০ হাজার দর্শক মাঠে আনতে চান তিনি।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গত পাঁচবছর ধরে জাতীয় স্কুল ক্রিকেট আয়োজন করছে বিসিবি। তারই ধারাবাহিকতায় এবছর সফল হয়েছে আরো একটি মৌসুম। যেখান থেকে অনূর্ধ্ব-১৫ বয়স গ্রুপে ২৮ এবং অনূর্ধ্ব-১৬ বিভাগে ২৮ জন ছেলেকে বাছাই করে দীর্ঘ্য মেয়াদে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৩৭ ঘ. ৮ জুন, ২০১০
এসএফএম/এসএ