ঢাকা: এশিয়া কাপে জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হচ্ছে গ্রামীণফোন। জাতীয় দলের ব্র্যান্ড স্পন্সরও তারা।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের সহকারী ব্যবস্থাপক সেলিম আহমেদ জানিয়েছেন, আলোচনার ভিত্তিতে এবার এশিয়া কাপের স্পন্সর ঠিক করা হয়েছে।
গ্রামীণফোনের চ্যানেল ম্যানেজার মাহবুব আহমেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, স্পন্সর হিসেবে তারা প্রাথমিক চুক্তি সেরে নিয়েছে। তবে বিসিবি থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত টাকা এবং চুক্তির শর্ত গোপন রাখেবে গ্রামীণফোন।
বাংলাদেশ স্থানীয় সময়: ২০২৪ ঘ. ০৯ জুন, ২০১০
এসএ