লন্ডন: জন টেরি ইংল্যান্ড দলের অধিনায়কের পদ হারিয়েছেন অনেক দিন হলো। তবুও নিজেকে এখনো ইংলিশদের নেতাই ভাবেন।
দ্য সানকে দেয়া এক সাক্ষাৎকারে টেরি বলেন,“আমি খোলাখুলিভাবে মতামত প্রকাশ করি, সে মাঠ কিংবা ড্রেসিং রুমে যেখানেই হোক। আর্মব্যান্ড আছে বা নেই সেটা কথা বড় নয়। ”
মাঠে রণ-কৌশল পছন্দ না হওয়ায় ২৯ বছর বয়সী এই নির্ভরযোগ্য ডিফেন্ডারের বাহু থেকে নেতার ব্যান্ড কেড়ে নেন কোচ ফ্যাবিও ক্যাপোলো। এরপরেও নিজের অবস্থান থেকে সরে আসেননি টেরি। একচুল নরচর হবে না বলেও জানিয়েছেন।
নেতৃত্ব হারানোর বিষয়ে টেরি বলেন,“ অধিনায়ক হিসেবে আমার কোনো ভুল ছিল বলে আমি মনে করি না। তবে কোচ চাইতেন শুধু নির্দেশ মেনে চলি। এজন্য আমার ওপর চাপ তৈরি করতেন। আমিও একই ধাঁচের মানুষ হওয়ায় বনিবনা হয়নি। ”
জন টেরি আরো বলেন,“আমি কারো কাছে নিজের মাথা নত করতে পারবো না বলেই সরে এসেছি। ”
বিশ্বকাপে দলের অন্য সবার মতো তারও ইচ্ছে শিরোপা জেতা। লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত টেরি।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৯১৫ ঘ. ৯ জুন, ২০১০
এসএফএম/এসএ