প্রিটোরিয়া: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে খোদ দক্ষিণ আফ্রিকায় এক সড়র দূর্ঘটনায় মারাগেছেন দুই বৃটিশ পর্যটক। আহত হয়েছেন অন্তত ২১ জন।
ঠিক কোন জয়গায় দূর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের মুখপাত্র ভিশ নাইদু বার্তাসংস্থা রয়টার্সকে বলেন,‘‘ পর্যটকবাহী একটি ট্রাক সোয়াজিল্যান্ড থেকে বার্বারটন হয়ে নেলসপ্রুইটে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। ’’
বাংলাদেশ স্থানীয় সময়: ২০৩১ ঘ. ১০ জুন ২০১০
এএইচএস/এসএ