লন্ডন: আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার বিশ্বাস করেন ইংল্যান্ডের“ সোনালী প্রজন্মের” জন্য বিশ্বকাপ জেতার এ বছরই শেষ সুযোগ। দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েঙ্গার বলেন,“ইংল্যান্ড দল হয় এখন না হয় কখনোই বিশ্বকাপ জিততে পারবে না।
কারণ হিসেবে ওয়েঙ্গার ব্যাখ্যা করেন,ফ্যাবিও ক্যাপোলোর দলে এখন এমন অনেক ভালো খেলোয়াড় আছেন যারা চার বছর পর আবার বিশ্বকাপে অংশগ্রহণের মতো বয়স থাকবে না।
ইংল্যান্ডের অধিকাংশ খেলোয়াড়ের বয়স এখন ২৮ থেকে ৩১ বছরের মধ্যে। ওয়েঙ্গার মনে করেন বিশ্বকাপ জিততে এটাই উপযুক্ত বয়স।
সাক্ষাৎকারে তিনি বলেন, “যদিও ইংল্যানাড দল এখন ভাল খেলছে না। তবুও এত বড় আসর জেতার মতো যথেষ্ট অভিজ্ঞতা আছে এ দলের খেলোয়াড়দের। ”
এবার বিশ্বকাপের অন্যতম আকর্ষণ রুনি সম্পর্কে ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “এ মৌসুমে রুনি ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ড দলের জন্য যা করেছেন তাতে আমি মুগ্ধ। ”
বলেন, “ওয়েন রুনি চার বছর পরও শক্তিশালী খেলোয়াড় থাকবেন। কিন্তু ইংল্যান্ডের অন্য দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় স্টিভেন গেরার্ড ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এর বয়স চার বছর পর ৩৪-৩৫ হয়ে যাবে। ফলে তারা আর তেমন ভাল খেলা উপহার দিতে পারতেন না। ”
এখন শুধু একদিনের প্রতীক্ষা“ গ্রেটেস্ট শো অন আর্থ” খ্যাত ফুটবল মহাযোগ্য দেখার। আর রুনি, মেসি,রোনলদোদের মত বিশ্ব সেরা তারকাদের ফুটবল কারিশমা উপভোগ করার।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০৮ ঘ. ১০ জুন, ২০১০
এসএফএম/