কা নিয়ামাজান: বিশ্বকাপ ফুটবলের প্রশিক্ষণ ম্যাচে বুধবার চিলি ২-০ গোলে জিতেছে নিউজল্যান্ডের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার ছোট শহর নেলসপ্রুটের কা নিয়ামাজানে খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো পক্ষই।
তবে বিরতির পর স্ট্রাইকার গঞ্জালো ফিয়েরোর গোলে এগিয়ে যায় নিউজল্যান্ড। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন পারেদেজ।
বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে চিলি। তবে বাম পায়ের উরুতে চোটের কারণে খেলতে পারেননি চিলির স্ট্রাইকার হামবার্তো সুয়াজো। অবশ্য নিউজল্যান্ড দলের অধিনায়কও খেলেননি কানের ইনফেকশনের জন্য।
হামবার্তোকে নিয়ে কোচ মার্সেলো বিয়েলসা বলেন, চোট কাটিয়ে ওঠে হন্ডুরাসের বিপক্ষে হামবার্তো খেলতে পারবে বলে আশা করেন তিনি।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৫৮ ঘ, ১০ জুন, ২০১০
সিজি/