লন্ডন: আর মাএ সাত ঘন্টা পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে শুরু হবে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-বিশ্বকাপ ফুটবল ২০১০।
আর সারা বিশ্বকে গান আর নাচের তালে মাতিয়ে তুলতে এবারও থাকছেন পপ সম্রাঞ্জী শাকিরা।
আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ ফুটবল সংগীতের গায়ক হলেও ফুটবলে কখনো পা না ছোঁয়ানোর কথা স্বীকার করলেন শাকিরা।
শুধু গান দিয়েই মানুষের মন জয় করবেন না শাকিরা। বিবিসির চেরিস হলিন্স এর সঙ্গে আলাপকালে শাকিরা জানান, শিক্ষা গ্রহণে শিশুদের অংশগ্রহণ বাড়াতে ফিফার ক্যাম্পেইন হিসেবে জোহানেসবার্গের এক গ্রাম সোইটো তে ভ্রমন করেছেন তিনি।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭২৭ ঘ. ১০ জুন, ২০১০
এসএফএম/