ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বার্সা আর নেইমারের চুক্তি নবায়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
বার্সা আর নেইমারের চুক্তি নবায়ন ছবি: সংগৃহীত

ঢাকা: কাতালান ক্লাব বার্সেলোনা ব্রাজিল অধিনায়ক নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছে। আর এমন খবরের সত্যতা নিশ্চিত করেছে নেইমারের এজেন্ট (প্রতিনিধি) ওয়াগনার রিবেরিও।



বেশ কিছুদিন থেকেই বাতাসে ছড়িয়ে পড়েছিল নেইমারকে স্প্যানিস জায়ান্ট বার্সা তাদের ক্লাবে রেখে দিবে ২০২০ সাল পর্যন্ত। আর ক্যাম্প ন্যু’তে থাকতেই বেশি আগ্রহী নেইমার, এমন গুঞ্জনও বাতাসে ভেসে বেড়াছিল।

ব্রাজিলের হয়ে ৬০ ম্যাচে ৪২ গোল করা নেইমারের প্রতিনিধি ওয়াগনার এ প্রসঙ্গে বলেন, ‘অবশ্যই বার্সেলোনা নেইমারকে রাখতে চায়। তার সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি বাড়াতে চায় ক্লাবটি। ’

ব্রাজিল সেনসেশন নেইমারের বার্সার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০১৮ সাল পর্যন্ত। ২০১৩ সালে তিনি কাতালান এ ক্লাবটিতে নাম লেখান। আর এটি বার্সার হয়ে তার সবে দ্বিতীয় মৌসুম চলছে।

এ মৌসুমে দারুণ ছন্দে থাকা নেইমার ক্রিসমাসের ছুটিতে নিজ শহর সাওপাওলোর একটি চ্যারিটি ম্যাচ শেষে বলেন, ‘আমি আশা করি আমরা তিনজন (আমি, আমার বাবা এবং বার্সেলোনা) আরো অনেকদিন এক সাথেই থাকবো। আমরা নিজেদের মধ্যে একটি গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই। ’

সাবেক ক্লাব সান্তোসের হয়ে নেইমার ১০৩টি ম্যাচ খেলেছিলেন। দুই মৌসুম মিলিয়ে এখন পর্যন্ত বার্সার হয়ে মাঠে নেমেছেন ৩৯টি ম্যাচ। আর তাতেই গোল করেছেন ২০টি।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ২৪ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।