ঢাকা: চেলসির প্রধান কোচ হোসে মরিনহো জানিয়েছেন, বার্সেলোনা তারকা লিওনেল মেসির স্ট্যামফোর্ড ব্রিজে আসার কোন সুযোগই নেই। কারণ উয়েফার ‘ফিনেন্সিয়াল ফেয়ার প্লে’(এফএফপি) নিষেদ্ধাজ্ঞাই এ আর্জেন্টাইন অধিনায়কে চেলসিতে আসতে দিচ্ছেনা।
গতমাসে চেলসি ঘোষণা করেছিল, খেলোয়াড় বিক্রিকরে ২০১৪ জুনে বছর সমাপ্তিতে দলটি রেকর্ড ১৮.৪ মিলিয়ন পাউন্ড মুনাফা করেছিল। তবে মেসিকে দলে ভেড়াতে বার্সা থেকে ২০৫ মিলিয়ন পাউন্ডের ছাড়পত্র লাগবে ব্লুজদের। যা এই মুহুর্তে দলটির পক্ষে সম্ভব না।
এক টিভি সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘ এই মুহুর্তে এটি সম্ভব না। কারণ এফএফপির আঈন আমাদের পালন করতে হবে। আমাদের তাকে কেনার জন্য কোন শর্ত নেই। তবে অসাধারণ ফুটবলারকে কিনতে হলে অসাধারণ দামেরও প্রয়োজন। আর এই মুহুর্তে আমরা এটি পারব না। ’
এর আগে গত নভেম্বরে চারবারের ব্যালন ডি’অর জয়ী ইঙ্গিত দিয়েছিলেন তিনি বার্সা ছাড়তে পারেন। পাশাপাশি সম্প্রতি চেলসি তারকা সেস ফেব্রিগাস জানিয়েছিলেন ব্লুজদের হয়ে মেসির সঙ্গে খেলতে চান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২৪ ডিসেম্বর ২০১৪