ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বেলের ব্যাপারে নিশ্চুপ ফন গাল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
বেলের ব্যাপারে নিশ্চুপ ফন গাল! গ্যারেথ বেল / ছবি: সংগৃহীত

ঢাকা: গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন উঠেছিল ম্যনচেস্টার ইউনাইটেড গ্যারেথ বেলকে দলে আনতে চায়। তবে রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারের ব্যাপারে প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি ম্যান ইউর কোচ লুইস ফন গাল।



বিশ্বফুটবলের সবচেয়ে দামী ফুটবলার বেল বর্তমানে স্প্যানিশ জায়ান্ট রিয়ালের হয়ে খেলছেন। এই ওয়েলস ফুটবলার গত মৌসুমে ইংলিশ ক্লাব টটেনহাম থেকে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে পাড়ি জমান।

গতকাল এক সাক্ষাৎকারে ফন গাল বলেন, ‘ বেলকে দলে আনার ব্যাপারটি একান্তই ক্লাবের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়টি নিয়ে আমি মিডিয়ার সামনে কিছু বলতে চাই না। ক্লাবের সিইওর সঙ্গে বেলের ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করব। ইতিবাচক কিছু হলে অবশ্যই তা মিডিয়ার সঙ্গে শেয়ার করবো। ’

বেল রিয়ালের হয়ে এ পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলে ৩৩টি গোল করেছেন। এছাড়াও তিনি ২৪টি গোলে সহায়তা করেছেন। এ বছরই রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন বেল।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘন্টা, ২৪ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।