ঢাকা: চেলসির ডিফেন্ডার ফিলিপ লুইজ জানিয়েছেন, ফিফার বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অর একটি রাজনৈতিক পুরস্কার। তবে তিনি জানান ২০১৪ সালের এই পুরস্কারটির জন্য রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোই সবচেয়ে বেশি যোগ্য।
পর্তুগিজ অধিনায়ক এবার ব্যালন ডি’অর পেলে টানা দ্বিতীয়বারের মত একই সম্মাননায় পাবেন। আর পুরস্কারটির চূড়ান্ত তালিকায় রোনালদো দারুণভাবে এগিয়েও আছেন। তবে এ তালিকায় লিওনেল মেসি ও ম্যানুয়েল ন্যুয়ারের মত বিশ্বমানের তারকারাও রয়েছেন।
ব্রাজিলিয়ান তারকা লুইজ গত মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছিলেন। আর সেবার দলটির হয়ে লা লিগা শিরোপাও জিতেছিলেন। পরে এ মৌসুমে হোসে মরিনহো তাকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসেন।
এক সাক্ষাৎকারে লুইজ বলেন, ‘ মেসি অসাধারণ দক্ষ একজন ফুটবলার। তবে আমি মনেকরি সে ব্যালন ডি’অরের যোগ্য না। যদিও পুরস্কারটি একটি রাজনৈতিক পুরস্কার। তবে রোনালদোই এটির যোগ্য। ’
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ২৪ ডিসেম্বর ২০১৪