ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ভলিবল টূর্ণামেন্টে বিজিবি-বিএসএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
ভলিবল টূর্ণামেন্টে বিজিবি-বিএসএফ

বেনাপোল(যশোর): বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যদের মধ্যে সোহার্দ্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে একটি ভলিবল টূর্ণামেন্টে অংশ গ্রহনের  জন্য বিএসএফের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। ২৬ ডিসেম্বর ঢাকা মিরপুর ইনডোর স্টেডিয়ামে এই প্রীতি ভলিবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।



বুধবার(২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় প্রতিনিধি দলটি বিএসএফের ডিআইজি গুলশান কুমার শর্মার নেতৃত্বে বেনাপোল চেকপোষ্ট এসে পৌছালে বর্ডার গার্ড বিজিবি কর্মকর্তারা তাদের আনুষ্ঠানিক  অর্ভ্যথনা জানান।

বিজিবি সুত্রে জানা যায়, বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বিজিবি ও বিএসএফ সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এই সুসম্পর্ক আরো জোরদারে লক্ষ্যে ঢাকায় বিজিবি-বিএসএফ সদস্যদের মধ্যে ভলিবল টূর্ণামেন্ট আয়াজন করা হয়েছে। ২৫ ডিসেম্বর তারা টূর্ণামেন্ট শেষে ২৭ ডিসেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফিরবেন।

যশোর ২৬ ব্যাটালিয়ন বর্ডারগার্ড বিজিবির অধিনায়ক লে: কর্ণেল জাহাঙ্গীর আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘন্টা,২৪ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।