ঢাকা: দীর্ঘ ২৭ বছর পর ক্রিসমাসের ছুটি পেল ম্যানচেস্টার ইউনাইটেডের সকল ফুটবলার, কোচ ও স্টাফরা। ম্যান ইউর কোচ লুইস ফন গাল সবাইকে এই ছুটি দিয়েছেন।
ক্রিসমাসের পরের দিন ২৬ ডিসেম্বর নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে রেড ডেভিলসরা। এর দু’দিন পরেই টটেনহামের বিপক্ষে এ বছরের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে ফন গালের শিষ্যরা।
ফন গাল এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ক্রিসমাসের দিন ছুটি না পাওয়ার ধারাটায় পরিবর্তন এনেছি। আমি সকল ফুটবলারসহ সহকারি কোচ ও স্টাফদের ছুটি দিয়েছি। সবাইকে সবার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিয়েছি। কিন্তু পরের দিনই আমরা আমাদের স্বাভাবিক কর্মকান্ডে ফিরব। ’
ডাচ কোচ আরো বলেন, ‘আমি একজন মানুষ হিসেবে মনে করি, সবারই এ দিনে যার যার পরিবারের সঙ্গে সময় কাটানো উচিৎ। এতে করে ফুটবলাররা মানসিক প্রশান্তিতে থাকবে এবং পরের ম্যাচেই তারা আরো ভালো পারফরম্যান্স করতে পারবে। ’
ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমের শুরুটা ভালো না হলেও বর্মমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে তের বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যান ইউ। সতের ম্যাচ শেষে নয়টি জয়, পাঁচটি ড্র এবং তিন পরাজয়ে ৩২ পয়েন্ট অর্জন করেছে রেড ডেভিলসরা। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি এবং ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘন্টা, ২৪ ডিসেম্বর ২০১৪