ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শুরু হলো বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
শুরু হলো বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আর.বি. গ্রুপ এর মার্সেল ব্যান্ড এর পৃষ্ঠাপোষকতায় ও বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে ২দিন ব্যাপি ‘মার্সেল টেলিভিশন বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতা-২০১৪’। প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে।



প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জনাব: সৈয়দ আব্দুল হামিদ, পিএইসডি, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকতা,অগ্রনী ব্যাংক লি:। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, স্বনামধন্য ক্রীড়া সংগঠক ও আর.বি. গ্রুপের এ্যাডিশনাল ডিরেক্টর এফ.এম ইকবাল বিন আনোয়ার (ডন)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ মো: মারুফ হাসান, ডিএইজি,(ডিবি), সহ-সভাপতি বাংলাদেশ বক্সিং ফেডারেশন ও বাংলাদেশ বক্সিং ফেডারেশন এর সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা উদ্ধোধন এর পর দুইটি গ্রুপের খেলা হয় সিনিয়র পুরুষ এবং সিনিয়র মহিলা। পুরুষ বিভাগের ৪৯ কেজি ওজন শ্রেণীতে বিজয়ী হয় সৈয়দ আল মামুন, বাংলাদেশ পুলিশ। ৫৬ কেজি ওজনে বিজয়ী মোনায়েম রহমান, বিকেএসপি ও সেলিম, বাংলাদেশ পুলিশ, ৬০ কেজি ওজনে বিজয়ী হয় মো: আসলাম, বাংলাদেশ সেনাবাহিনী, ও মেজবাউর রহমান, বিকেএসপি।

সিনিয়র মহিলা বিভাগের ৪৯ কেজি ওজন শ্রেনীতে বিজয়ী হয় সাহাবা ইয়াসমিন, বাংলাদেশ আনসার, ও ৫৬ কেজি ওজনে বিজয়ী হন জান্নাতুল নাহার, বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২৪ ডিসেম্বর ২০১৪




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।